পুলিশকে পরিচ্ছন্ন করতে চাই: আইজিপি

ড. বেনজীর আহমেদ
ড. বেনজীর আহমেদ  © ফাইল ফটো

পুলিশ বাহিনী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত ডোপ টেস্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশে মাদকসেবী ও গ্রহণকারী থাকবে না। পুলিশকে পরিচ্ছন্ন করতে চাই।

আজ রবিবার দুপুর ১২টায় নগর পুলিশ সদর দপ্তরে অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও ‘হ্যালো আরএমপি’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, পুলিশের চাকরি করতে হবে ভালবেসে, চাকরিতে ‘প্রাইড’ নিয়ে আসতে হবে, যাতে আমাদের সন্তানরা গর্ব করে বলতে পারে আমার বাবা পুলিশ ছিলেন, আমার মা প‌ু‌লিশ ছি‌লেন। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ হতে চাই।

তিনি বলেন, মানুষ বিপদে প‌ড়ে পুলিশের কাছে আসে। তাদের সাথে খারাপ ব্যবহার করার লাইসেন্স কে দিয়েছে? নিজেদের আচরণে পরিবর্তন আনতে হবে। মানুষকে ভালবাসতে হবে, তাদের সাথে ভাল আচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে তাদের ভালোবাসা পাওয়া যায়। করোনাকালে আমরা এর প্রমাণও দেখেছি।

জা‌তিগঠনমূলক কাজে পুলিশের সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের দেশের জন্য, সমাজের জন্য, নিজের পরিবারের জন্য পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা ভাল কা‌জে ‘বেস্ট অব দি বেস্ট’ হতে চাই।


সর্বশেষ সংবাদ