বিজয় দিবসে উপহার পেল অনাথ শিক্ষার্থীরা
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৮:২২ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০, ০৮:৩০ PM
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর এলাকার অনাথ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ওষুধ, শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার চন্ডিগড়ের মানব কল্যাণকামী অনাথালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
লিডারশীপ ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সহায়তায় কেন্দ্রীয় যুবলীগ নেতা রোটারিয়ান আতাউর রহমান আখিরের উদ্যোগে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. লুৎফুন নাহান নোভা, ডা. গোলাম মোস্তফা রাব্বি ও ডা. মহসিনা আক্তার মায়ার অংশগ্রহণে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় ।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অনাথ শিশু-কিশোরসহ স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা নেন। এদিকে মেডিকেল ক্যাম্প শেষে অনাথ শিক্ষার্থীসহ আশপাশের গ্রামের শতাধিক বাসিন্দাদের মাঝে ও স্বাস্থ উপকরণ বিতরণ করা হয়।