বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত পাঠালেন সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের  © ফাইল ফটো

মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রকল্পের কাজ তদারকির জন্য সরকারি বরাদ্দ থেকে পাওয়া নিজের নামের গাড়ি ফেরত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (২৯ নভেম্বর) গাড়ি ফেরত দেয়ার বিষয়টি মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

সূত্র জানায়, সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুকূলে পরিবহন পুল হতে টয়ােটা করােলা হাইব্রিড মডেলের ঢাকা মেট্রো-ভ-১১-১৮০২ নম্বর গাড়ি বরাদ্দ দেয়া হয়েছিল। এ গাড়িটি তিনি ব্যবহার করতেন না। ফলে রবিবার আনুষ্ঠানিকভাবে এ গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়।

প্রসঙ্গত, এর আগে পরিবহন পুল হতে মন্ত্রীর অনুকূলে বিএমডব্লিউ মডেলের ঢাকা মেট্রো- ভ-১১-১৯৪৭ নম্বরের একটি গাড়িটি বরাদ্দ দেয়া হয়, সেটিও তিনি ফেরত দেন।

এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প হতে সেতু পরিদর্শনের জন্য ঢাকা মেট্রো-ঘ-১৫-৮৩৪৮ নম্বর জীপ গাড়ি বরাদ্দ দেয়া হয়েছিল। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর কাজ প্রায় ৯২% শেষ হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি স্প্যান ইতােমধ্যে বসানাে হয়েছে। প্রকল্পের কাজ শেষপ্রান্তে উপনীত হওয়ায় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ গাড়িটিও পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ