বরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১০:৩৭ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২০, ১২:৪৮ PM
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বরেণ্য অভিনেতা ও নাট্যজন আলী জাকেরের মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার(২৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, আলী যাকের ছিলেন বাংলাদেশে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছিলেন। অসামান্য অভিনয় ও কণ্ঠের জন্য মঞ্চ ও টেলিভিশনের দর্শকদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন।
এসময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আলী যাকেরের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এছাড়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।