শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাস চান না জাপা মহাসচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৩:৫৮ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২০, ০৪:১৯ PM
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাস দেয়া উচিত নয় জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, কোনো দেশে আট মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হাট-বাজার, সিনেমা হলসহ সব প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাসের ব্যবস্থা করা হয়েছে। একটি জাতির মেরুদণ্ড হচ্ছে তাদের সে দেশের শিক্ষার্থীরা। ফলে কোনো দেশে আট মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।
তিনি বলেন, এখন গ্রামাঞ্চলের ছোট্ট ছোট্ট জলাশয়ও ক্ষমতাসীনদের দখলে। আবার গ্রাম্য বাজারে মাছ বিক্রি করতেও ক্ষমতাসীনদের টোল দিতে হয়, এটা সভ্য সমাজে বেমানান।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশ থেকে ১ হাজার কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু সরকার পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে উদ্যোগ নিচ্ছে না। অবৈধভাবে সম্পদ অর্জনের স্পৃহা কাজ করলে, গণমানুষের জন্য ভালোবাসা তৈরি হয় না।