আকবরকে ধরিয়ে দিয়ে ৫০ হাজার টাকা পাচ্ছেন রহিম

আকবর ও রহিম উদ্দিন
আকবর ও রহিম উদ্দিন  © সংগৃহীত

সিলেটে রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর হোসেনকে (বরখাস্ত) ধরতে সহায়তা করেন সিলেটের কানাইঘাটের সাহসী ব্যক্তি রহিম উদ্দিন। আর এ জন্য তাকে দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা পুরস্কার।

সোমবার গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কানাডা প্রবাসী মো. জয়নাল আবেদীন জামিল এ পুরস্কার দেয়ার ঘোষণা দেন। মো. জয়নাল আবেদীন বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

জানা গেছে, রহিম উদ্দিন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ডোনা সীমান্ত এলাকার মৃত তরফ আলীর পুত্র। আকবরকে খাসিয়াদের কাছ থেকে নিয়ে এসে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআই আকবরকে সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক মো. আবুল কাশেম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।


সর্বশেষ সংবাদ