ধর্মের নামে পিটিয়ে মারার ঘটনায় জড়িতদের বিচার দাবি

  © ফাইল ফটো

লালমনিরহাটে কোরআন অবমাননার দায়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে আগুনে তার মৃতদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ শুক্রবার বিকেলে সংগঠনটির সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একটি সভ্য সমাজে এভাবে মানুষ হত্যা অকল্পনীয়। সারাদেশের বিবেকবান মানুষ এতে হতবাক হয়েছে। দেশে যেকোন অপরাধ সংগঠিত হলে তার বিচার প্রচলিত আইন অনুযায়ী হওয়া উচিত। কিন্তু লালমনিরহাটের ঘটনায় পরিলক্ষিত হল আইনের কোন তোয়াক্কা না করে পিটিয়ে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে হত্যা করা হল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত কয়েক বছরে রাস্তাঘাটে পিটিয়ে মানুষ হত্যার ঘটনা বেড়েছে। এসব ঘটনা বৃদ্ধির কারণ বিচারহীনতার সংস্কৃতি।

তারা অভিযোগ করে বলেন, আমাদের দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মীয় উগ্রতা বাড়ছে। পুঁজিবাদী শোষণের ফলে সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট, বেকারত্ব চরমে পৌঁছেছে। করোনা মহামারী এ পরিস্থিতিকে আরও তীব্র করেছে। বর্তমান অবৈধ সরকার তার সকল অপরাধ ঢাকতে ঢাল হিসেবে ধর্মকে ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, যুক্তিবাদী মন গড়ে তোলার বদলে বাড়ছে যুক্তিহীন উন্মাদনা।

আর এই উন্মাদনার বলি হল লালমনিরহাটের মানসিক ভারসাম্যহীন সাবেক কলেজ শিক্ষক। নেতৃবৃন্দ অবিলম্বে লালমনিরহাটের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।


সর্বশেষ সংবাদ