নূরকে গ্রেফতারসহ মুক্তিযুদ্ধ মঞ্চের পাঁচ দফা দাবি

মুক্তিযুদ্ধ মঞ্চের লোগো
মুক্তিযুদ্ধ মঞ্চের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে গণমাধ্যম বয়কটের ঘোষণা ও নারী সমাজকে কটূক্তির অপরাধে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে অনশনরত ঢাবি শিক্ষার্থীর পাশে সংহতি সমাবেশ করে সংগঠনটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি দ্বীন ইসলাম বাপ্পীসহ প্রমুখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ