পবিত্র ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৫২ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৫২ PM
বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১৯ অক্টোবর সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু।
আগামী ৩০ অক্টোবর শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বছর ঘুরে এলো আবার সেই দিন।