ট্রেনের ভাড়া বাড়ছে না, চলবে অর্ধেক আসন ফাঁকা রেখেই

  © ফাইল ফটো

করোনা পরিস্থিতিতে অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচল করবে। এছাড়া ট্রেনের ভাড়া বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার (৩১ আগস্ট) রেলভবনে লাগেজ ভ্যান ক্রয়সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী নুরুল ইসলাম এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘করোনা সংক্রমণ ওপরের দিকে যাবে না নামবে, তা নিশ্চিত নই। এ জন্য বাসে পূর্ণ আসনে আগের ভাড়ায় চললেও আমরা তেমন সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

মন্ত্রী বলেন, রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভবিষ্যতের বিষয়ে গবেষণা চলছে। যখন মানুষের সামর্থ্য বাড়বে, তখন ভাড়া বাড়ানো যায় কি না, তা নিয়ে একটি কমিটি করা হয়েছিল। সম্প্রতি কমিটি প্রতিবেদন দিয়েছে। এর মানে এই নয় যে ভাড়া বৃদ্ধি হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটি সঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্ধেক আসন ফাঁকা রেখে চালাতে বলেছেন। মালামাল পরিবহনের মাধ্যমে আয় বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ