মুজিববর্ষ উপলক্ষে ইয়ুথ ইনিশিয়েটিভের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
- আফসার উদ্দিন, প্রদায়ক
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৯:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২০, ০৯:৪৬ PM
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ‘‘সবুজের চিন্তায়, সবুজের নেতৃত্বে বাংলাদেশ” স্লোগানে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়।
বৃক্ষরোপণ অভিযানের প্রথমদিনে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসাইন।
অধ্যাপক দেলোয়ার বলেন, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের এ অনন্য আয়োজন যুব সমাজকে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেট ও ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক সামস মোরসালিন, কো-মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিনুর আলম প্রমুখ।
দেশব্যাপী বাংলাদেশ ইয়ুথ ইনেশিয়েটিভের স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে এবং পরিবেশবাদী সংগঠন গ্রীন সেভার্সের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিটি ২৮ আগস্ট থেকে শুরু করে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ সময়ের মধ্যে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ দেশব্যাপী ১০০০০টি গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনটির সভাপতি জাবের উবায়েদ বলেন, মুজিবর্ষ উপলক্ষে আমরা তরুণ নেতৃত্বকে কাজে লাগিয়ে দেশে সবুজায়ন প্রকল্প হাতে নিয়েছি। বৈশ্বিক দুর্যোগ থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে আমাদের এই উদ্যোগ কিছুটা হলেও ভূমিকা রাখবে। আগামীতে আমরা সারাদেশে এ ধরনের আরো কর্মসূচি আমরা হাতে নেব।