করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা পেল বাংলাদেশ পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৯:২৮ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২০, ০৯:২৮ PM
বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা মেট্রোপলিটন পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগকে করোনাভাইরাস মোকাবেলায় সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলার এসব নিরাপত্তা সরঞ্জাম ডেপুটি কমিশনার অফ পুলিশ মোহাম্মদ আশরাফুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে কূটনৈতিক নিরাপত্তা বিভাগ সম্মুখ সারিতে থেকে কাজ করছে। তারা বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কোভিড-১৯ বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত সুরক্ষা বিধি-বিধান ও স্বাস্থ্য উদ্যোগসমূহ বাস্তবায়ন করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুদান হিসাবে এই পিপিইগুলো পাবার ফলে সম্মুখ সারির কর্মী হিসাবে পুলিশ কর্মকর্তাদের জন্য বাংলাদেশে বসবাসরত বিভিন্ন গোষ্ঠী ও মানুষের সুরক্ষা দেয়ার পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।
বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, বিগত ২০ বছরের বেশী সময় ধরে বাংলাদেশকে দেয়া ১ বিলিয়ন ডলারের অধিক স্বাস্থ্য সহায়তার ধারাবাহিকতায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করছে।
জানা গেছে, গতকাল রবিবার অনুদান হিসাবে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃক প্রদত্ত সরঞ্জামাদির মধ্যে রয়েছে- ১,০০০টি কেএন ৯৫ মাস্ক, ২,০০০টি ধুয়ে ব্যবহারযোগ্য ফেস মাস্ক, ৮০০ বোতল ২৫০-মিলি হ্যান্ড স্যানিটাইজার, ১,৪০০টি মুখমণ্ডল সুরক্ষার শিল্ড- যার সবই যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশী বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্থানীয়ভাবে ক্রয় করা হয়েছে।