স্বাস্থ্যবিধি মেনে দারুল জান্নাত মাদ্রাসায় ক্লাস শুরু

  © সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে রাজধানীর জামিয়া ইমদাদিয়া দারুল জান্নাত মাদ্রাসায়।

রোববার (২৩ আগস্ট) থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস কার্যক্রম শুরু করেছে জামিয়া ইমদাদিয়া দারুল জান্নাত মাদ্রাসা। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা গেছে, মাদ্রাসার কোমল মতি শিশুরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোরআন তেলাওয়াত করছেন। তাদের সকলের মুখেই ছিল মাস্ক। এক বেঞ্চে দুইজন করে শিক্ষার্থীকে বসানো হয়েছে। এছাড়া উভয় পাশে বসা শিক্ষার্থীদের মাঝখানেও শারীরিক দূরত্ব বজায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, কভিড-১৯ এর বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে গত ১২ জুলাই থেকে কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ক্লাস শুরুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ