সারাদেশে বৃষ্টিপাত থাকবে আরও ২ দিন

  © ফাইল ফটো

ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস। অথচ টানা বৃষ্টি আর জোয়ারের তাণ্ডবে নাজুক অবস্থা উপকূলে। বাঁধ ভেঙে তলিয়েছে গ্রামের পর গ্রাম। ডুবছে বসতভিটা আর লোকালয়। আবহাওয়ার পূর্বাভাস, সারা দেশে বৃষ্টিপাত থাকতে পারে আরও দুয়েকদিন।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে যে বৃষ্টিপাত তা আরও দুয়েকদিন থাকতে পারে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ মিলিমিটার। সোমবার নাগাদ বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে। তবে মেঘলা আবহাওয়া থাকবে আরও চার-পাঁচদিন।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের পশ্চিমভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্রস্থল ,বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।


সর্বশেষ সংবাদ