দক্ষ শ্রমিক তৈরিতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে রিহ্যাব

  © টিডিসি ফটো

নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে এই চুক্তি স্বাক্ষর হয়।

এ বিষয়ে রিহ্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিহ্যাবের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এসইআইপি’র পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহিদুল হক।

এই সময় রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রিহ্যাব পরিচালক প্রকৌশলী মো. আল আমিন, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী এবং প্রকৌশলী মহিউদ্দিন শিকদার ও সেইপ-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণে নিজ নিজ অফিসে পৃথকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়।

এর আগে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট এবং ১৫টি ইনস্টিটিউটে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়। যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভলপার কোম্পানিসহ বিদেশে চাকরি হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বৃত্তি প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ