সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি চরমোনাই পীরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৬:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২০, ০৬:২৬ PM
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মঙ্গলবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, দেশে ধীরে ধীরে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় কওমি মাদ্রাসার কিতাব বিভাগসহ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও খুলে দেয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অপুরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।
চরমোনাই পীর বলেন, সরকার যদি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয় তাহলে দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষাধারা থেকে পুরুপুরি ঝরে যেতে পারে, অনেকে শিক্ষার্থী বিপথগামী হতে পারে। যা দেশের ভবিষ্যতের জন্যে অপুরনীয় ক্ষতির কারণ হবে।
তিনি আরো বলেন, করোনা মহামারির কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লাখ শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ফলে কওমির শিক্ষার্থীর সীমাহীন ক্ষতির মুখে পড়ে। এমতাবস্থায় সকল শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষায় অবিলম্বে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া জরুরি। আশা করি সরকার বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবে।