কোরবানির ‘ষাঁড়ের পেটে’ বাছুর!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ০৮:১১ PM , আপডেট: ০১ আগস্ট ২০২০, ০৮:১১ PM
কোরবানি দেয়া একটি ষাঁড়ের পেটে গরুর বাচ্চা পাওয়া গেছে। শনিবার (১ আগস্ট) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামে এই ঘটনা ঘটে। এতে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় ষাঁড়টি কোরবানি দেয়ার পর ষাঁড়ের পেটের ভেতর থেকে গরুর বাছুরটি পাওয়া যায়। এ ঘটনায় পুরো এলাকায় হৈ চৈ শুরু হয়। আশপাশের লোকজন বাছুরটি দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়।
গরুর মালিক মোজাম্মেল হক জানান, পীরগঞ্জ উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে ৬৩ হাজার টাকা দিয়ে কোরবানির জন্য ষাঁড়টি কিনেছিলাম। পরে আজ সকালে ষাঁড়টি জবাই করা হয়। এ সময় ষাঁড়ের ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে একটি বাছুর বের হয়ে আসে।
স্থানীয়রা জানান, গাভী হলে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হতো কিন্তু ষাঁড়ের পেটে বাছুর সত্যিই মানুষকে অবাক করেছে। আমরা ভাবতে পারছি না এটা কি করে সম্ভব। আর এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা ভিড় জমায় মোজাম্মেল হকের বাসায়।