মাস্ক ছাড়া যাত্রীরা বাস, লঞ্চ-সিবোটে উঠতে পারবেন না

  © ফাইল ফটো

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে চলাচল করা যাত্রীরা মাস্ক ছাড়া ফেরি পারাপার করতে পারবেন না। মাস্ক ছাড়া কোনো যাত্রীকেই বাস, লঞ্চ বা সিবোটে উঠতে দেওয়া হবে না।

শনিবার (২৫ জুলাই) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সভাকক্ষে ঈদ উপলক্ষে জেলা আইন শৃঙ্খলার বিশেষ সভায় এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম জানান, ঈদে বাড়ি ফেরা যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ফেরি কিংবা স্পিডবোট পারাপার করতে হবে। মাস্ক ছাড়া কাউকে লঞ্চ-সিবোটে উঠতে দেওয়া হবে না।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মো. নাজমুদ শোয়েব, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ওসমান গণি তালুকদার, লৌহজং নির্বাহী কর্মকর্তা মো, কাবিরুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুন নাহার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, বিআইডব্লিউটিসি, আইডব্লিউটিএ, বাস, সিবোর্ট লঞ্চ মালিক সমিতি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ।


সর্বশেষ সংবাদ