বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৩:৪৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২০, ০৩:৪৫ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই।’ যারা বন্যা পরিস্থিতির সঙ্গে পূর্ব পরিচিত নয় জাতিসংঘের পূর্বাভাস তাদের জন্য সহায়ক হতে পারে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণ উদ্বোধন করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির সাথে আমরা সব সময় পরিচিত। আমাদের বন্যার সাথেই থাকতে হয়। বন্যাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটি এই দেশের মানুষ ভালভাবেই জানে। যারা বন্যার সঙ্গে পরিচিত নয় জাতিসংঘের পূর্বাভাস তাদের জন্য সহায়ক হবে। কিন্তু বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই। আমরা বন্যার সাথে বসবাস করি কিভাবে মোকাবেলা করতে হয় সেটাও আমরা জানি এবং আমাদের কাছ থেকে অনেকে শিখতে পারে।
মির্জা ফখরুলের সাম্প্রতিক মন্তব্যের বিষয় তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন ক্ষমতায় ছিল তখন তারা সঠিকভাবে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারেনি। সে ব্যর্থতা আমরা বারং বার দেখেছি।