২০ জুলাই ২০২০, ২১:৩৯

ভারতীয় শিক্ষাবৃত্তি পেলেন ২ হাজার শিক্ষার্থী

  © সংগৃহীত

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। চলতি বছর ২ হাজার শিক্ষার্থীকে বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ঢাকায় ভারতীয় হাইকমিশন শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান করে। এ সময় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

ভারত সরকার পাঁচ বছর ধরে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ১০ হাজার বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করে। ২০১৭-১৮ সালে চালু হওয়া এই বৃত্তি প্রকল্পের আওতায় প্রতি বছর উচ্চ মাধ্যমিকের এক হাজার ও স্নাতক পর্যায়ের এক হাজার জন করে মোট দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা পান।