দেশের সবচেয়ে বড় গরু ভাগ্যরাজ!

  © সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের ৬ কন্যার জনক পুত্রহীন খান্নু মিয়া তৃতীয়বারের মতো ২ টন ওজনের কোরবানির গরু পালন করে পুরো এলাকায় হৈচৈ ফেলে দিয়েছেন। খান্নু মিয়ার বাড়িতে ভাগ্যরাজ নামের একটি বিশাল গরু এক নজর দেখতে ভিড় শুরু করেছেন এলাকাবাসী। ভাগ্যরাজের দৈর্ঘ্য ৯৬ ইঞ্চি, উচ্চতা ৬ ফিট ৭ ইঞ্চি, ওজন প্রায় দুই টন।

খান্নু মিয়ার ছোট মেয়ে ইতি আক্তারের দাবি, ‘আমার ভাগ্যরাজই দেশের সেরা বৃহৎ কোরবানির গরু।’

প্রায় ৪ বছর বয়সী ভাগ্যরাজের রয়েছে ব্যয়বহুল খাবারের তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে ১০ কেজি গমের ভুষি, দুই কেজি মালটা, ৩/৪ ডজন কলা, ১কেজি গুর, ভুট্টা ভাঙ্গা, ছোলা ভাঙ্গা, মিষ্টি কুমড়া, লেবু, ধানের খড় এবং কাঁচা ঘাস। চিকিৎসকের পরামর্শে এসব খাবারে ব্যয় প্রতিদিন প্রায় ৩ হাজার টাকা।

ইতি আক্তার বলেন, ক্রেতা আকর্ষণ করতে আর বিখ্যাত হতে অনেকেই তাদের গরুর ওজন বাড়িয়ে বলছে। আমার ভাগ্যরাজের ওজন ২ টনের কিছু কম হবে। সৌখিন ক্রেতার অপেক্ষায় প্রহর গুনছি। আপাতত ২৫ লাখ টাকা হলে বিক্রি করব।

সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন বলেন, মোটা অংকের মূলধনের ঝুঁকি নিয়ে বৃহদাকার গরু পালন করে পুরো এলাকায় তাক লাগিয়েছেন এ পরিবার। ৪ দাঁতের ভাগ্যরাজ গরুটি বেশ বিরাটকায়।


সর্বশেষ সংবাদ