ঈদে বিক্রি হচ্ছে না বাসের অগ্রিম টিকিট

  © ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতরে গণপরিবহন চলাচল করলেও ঈদের অগ্রিম টিকিট এখনো বিক্রি শুরু হয়নি। অগ্রিম টিকিট বিক্রির কোনো প্রস্তুতিও নেই। পরিবহন কাউন্টার গুলোতে নেই সেই উপচে পড়া ভিড়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে তারা বাসের অগ্রিম টিকেট বিক্রি করবেন না।

জানা গেছে, গত ঈদুল আজহার ১৫ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু এবার ঈদের আর মাত্র ১৪ দিন বাকি থাকলেও অগ্রিম টিকিট বিক্রির কোনো সিদ্ধান্ত নেয়নি মালিক সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

এ বিষয়ে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, আমরা আপাতত কোরবানির ঈদের অগ্রিম টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ কখন গাড়ি চলে কখন বন্ধ হয় তারই ঠিক নেই। এছাড়া করোনার কারণে চলাচলকারী বাসের সংখ্যা সীমিত হয়ে গেছে। এবার ঈদের যাত্রী সংখ্যা আহামরি বেশি যে হবে, তাও নয়। তাই ঈদের অগ্রিম টিকিট আমরা বিক্রি করবো না।

তিনি বলেন, যাত্রী যদি আসে টিকিট দিয়ে বাসে উঠিয়ে দেব। টিকিট আমরা অনলাইনে ও কাউন্টারে বিক্রি করবো। বাসও কাউন্টারেই থাকবে। যাত্রী টিকিট কেটেই বাসে উঠতে পারবেন। সে ব্যবস্থা হচ্ছে।

তিনি আরও বলেন, ঈদের আগে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের শেষ মিটিং বসবে শনিবার (১৮ জুলাই)। সেই মিটিংয়ে চূড়ান্ত হবে ঈদযাত্রায় কীভাবে চলবে বাস।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, এবার ঈদে বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি করছি না। তবে স্বাভাবিকভাবে অনলাইন ও কাউন্টারে টিকিট বিক্রি হবে। তাই ঈদের টিকিট কেনা নিয়ে উপচে পড়া ভিড় বা হুমড়ি খেয়ে পড়ার দৃশ্য দেখা যাবে না।


সর্বশেষ সংবাদ