কোরবানিতে বিদেশি গরু আনার অনুমতি দেয়া হবে না: মন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০৬:১৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২০, ০৬:২১ PM
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এ বছরও দেশে কোরবানির জন্য গবাদিপশুর পর্যাপ্ত যোগান রয়েছে। কোরবানির জন্য কোনো অবস্থাতেই বিদেশ থেকে গবাদিপশু আনার অনুমতি দেয়া হবে না।
আজ বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক অনলাইন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। কোরবানির পশুর হাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী জানান, এ বছর ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি গবাদিপশু কোরবানির জন্য মজুত রয়েছে। এগুলোর মধ্যে হৃষ্টপুষ্ট গরু-মহিষের সংখ্যা ৪৫ লাখ ৩৮ হাজার। এছাড়া ছাগল-ভেড়ার সংখ্যা ৭৩ লাখ ৫৫ হাজার ও অন্যান্য ৪ হাজার ৫০০টি।
তিনি বলেন, রুগ্ন গবাদিপশু যাতে বাজারে না আসতে পারে সেজন্য বাজারগুলোতে প্রায় ১ হাজার ২০০ মেডিকেল টিম কাজ করবে। একইসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে। কোরবানির হাটে স্বাস্থ্যবিধি প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।