কওমি মাদ্রাসা ও আলেমদের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন শেখ আবদুল্লাহ

  © টিডিসি ফটো

হেফাজত ইসলামের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ কওমি মাদ্রাসা ও আলেম সমাজের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন। পরামর্শ নিয়ে কাজ করতেন। দেশের ইসলাম সংশ্লিষ্ট বিষয়গুলো শীর্ষ আলেমদের পরামর্শক্রমে সমাধানে চেষ্টা করেছেন।

আজ রবিবার (১৪ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এসব কথা বলেন তিনি। একইভাবে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শোকবার্তায় আল্লামা শফী বলেন, শেখ আবদুল্লাহ নিজ জেলার গওহরডাঙ্গা মাদ্রাসায় যুগশ্রেষ্ট বুজুর্গ আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরীর (রহ.) কাছে পবিত্র কুরআন হেফজের মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন। একই মাদ্রাসায় কওমি ধারায় পড়ালেখা করেন।

দলটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ একজন উদার মনের মানুষ ছিলেন। মসজিদ-মাদ্রাসা ও ওলামায়ে কেরামের সঙ্গে ছিল তার সুসম্পর্ক। ওলামায়ে কেরামকে তিনি অনেক বেশি সম্মান ও মুহাব্বত করতেন।

তিনি বলেন, ওলামায়ে কেরামের প্রতি শেখ আবদুল্লাহ যথেষ্ট আন্তরিক ছিলেন। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরাম ও কওমি মাদ্রাসার জন্য তিনি যেসব কল্যাণের কাজ করেছেন মহান প্রভুর দরবারে এর উত্তম বিনিময় পাবেন।


সর্বশেষ সংবাদ