এপ্রিল-মে-জুনের বাড়িভাড়া মওকুফের দাবি ভাড়াটিয়া পরিষদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৭:৩৮ PM , আপডেট: ০৯ জুন ২০২০, ০৮:১৪ PM
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এপ্রিল, মে এবং জুন মাসের বাড়িভাড়া মওকুফের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার (৯ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মো. বাহারানে সুলতান বাহার। তিনি বলেন, করোনার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। একদিকে করোনাভাইরাসে আতঙ্ক অন্যদিকে অর্থাভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দেওয়ার জন্যে এপ্রিল, মে ও জুন মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের জোর দাবি করছি।
তিনি আরও বলেন, আগামী ১৩ জুনের মধ্যে দাবি না মানা হলে ১৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা নিয়ে মানববন্ধন করা হবে। এই মানববন্ধন থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাড়াটিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক কিরন মৃধা, কেন্দ্রীয় নেতা মো. মাকসুদুর রহমান, মোঃ শামীম, পল্টন থানা কমিটির আহ্বায়ক শামান্ত সাহিন, খিলগাঁও থানার আহ্বায়ক তুহিন চৌধুরী, রামপুরা থানার আহ্বায়ক হাসান লিপি, সুলতানা হায়াত ঘৌজিয়া, সবুজবাগ থানার সভাপতি লুৎফুর নাহার রিক্তা, রামপুরা থানার সদস্য সচিব মোঃ আবুল কাশেম প্রমুখ।