আম্পানের মূল কেন্দ্র বাংলাদেশে প্রবেশ করবে না: আবহাওয়া অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মে ২০২০, ০৭:৫৪ PM , আপডেট: ২০ মে ২০২০, ০৭:৫৪ PM
বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানপশ্চিবঙ্গের উপকূলীয় এলাকা ও সুন্দরবনের পাশ দিয়ে স্থলভাগে আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশেও প্রবল ঝড় শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্র বাংলাদেশে প্রবেশ করবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সুন্দরবন দিয়ে আরও উত্তর দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি জানান, আম্পানের কেন্দ্র বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা নেই। এর প্রভাবে সাতক্ষীরা ও খুলনায় ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।
এর আগে অধিদপ্তর জানায়, বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এসময় উপকূলে ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা প্রকাশ করা হয়।
আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, বাংলাদেশে বেশি প্রভাব পড়বে সাতক্ষীরা জেলায়। ক্রমেই ঝড়টি শক্তি হারিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সাতক্ষীরার পাশাপাশি খুলনা, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়েও এ প্রভাবে ঝড়ো বাতাস বয়ে যাবে।