অনলাইনে পয়লা বৈশাখ উদযাপন করবে হার্ভার্ড শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১১:২২ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২০, ১১:২২ PM
করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্র মানুষদের সহায়তা করত জোগাড় করতে এবং পয়লা বৈশাখে বিশ্বব্যাপী বাঙালিদের সাহসী মনোভাব ধরে রাখতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কানেক্ট বাংলা’ নামে একটি আয়োজন করেছে। এর মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো অনলাইন চ্যারিটি হিসেবে পয়লা বৈশাখ উদযাপন করা হবে।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আরও উপস্থিত থাকবেন যুক্তরাজ্যে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এবং আমেরিকায় নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
লাইভ স্ট্রিমের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে থাকছেন তারকা শিল্পীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। পুরো পৃথিবীর বাংলাদেশিদের এক করার মন্ত্র নিয়ে মাঠে নেমেছে ‘কানেক্ট বাংলা’।
অনুষ্ঠান এ অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত শিল্পী বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, দিনাত আরা মু্ন্নি, কথাশিল্পী আনিসুল হক, নৃত্যশিল্পী হৃদি শেখ, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, আহকাম উল্লাহ, ফারজানা করিম প্রমুখ।
অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। https://www.facebook.com/events/2938999309454194 এই লিংকের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে।
অনুষ্ঠান থেকে সংগৃহীত তহবিল দান করা হবে দেশের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যের জন্য। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তাসরিকুল ইসলাম নিবিড়, আবিবা ইমাম দ্যুতি ও কিংশুক কুণ্ডু।