৩ মাসের বাড়ি ভাড়া ও টিউশন ফি মওকুফের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৭:১৭ PM , আপডেট: ৩১ মার্চ ২০২০, ০৭:১৭ PM
করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফ করার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ এর নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা
এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘‘করোনা ভাইরাস সংকটে সাধারণ শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষদের আর্থিক সমস্যার কথা বিবেচনা মানবিক স্বার্থে সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফ করার লক্ষ্যে সরকারি নির্দেশনা প্রদানের দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা আশা করি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি, বাড়ি ও দোকানের মালিকদেরকে মানবিক দিক বিবেচনা করে তাদের ভাড়াটিয়াদের আগামী তিন মাসের ভাড়া মওকুফ করার জন্য অনুরোধ জানাই।’’
মুক্তিযুদ্ধের মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনেট মাহমুদ বলেন,‘‘এই সংকটময় মুহূর্তে সাধারণ খেটে খাওয়া মানুষ কোন কাজ করতে পারছে না, বাড়ি থেকে বের হতে পারছে না। কিভাবে তারা বাড়ি ভাড়া দিবে যেখানে দুবেলা দুমুঠো ভাত নাই মানুষের,তাই আমাদের সরকারের কাছে অনুরোধ যেন বাড়ি, দোকান ও টিউশন ফি মওকুফ করে দেওয়া হয়। তবে অবশ্যই কোন শর্ত থাকতে পারবে না।’’
এ সময়ে সংগঠনটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুবেল হোসেন ও শাহাবাগ থানার সভাপতি ইসরাফিল চৌধুরী পাবেলসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।