করোনায় ঢাকা আলিয়ার সাবেক অধ্যক্ষের মৃত্যু 

  © সংগৃহীত

দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় ব্যাক্তি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন বলে জানা গেছে।  সরকারের পক্ষ থেকে মৃত ব্যাক্তির নাম প্রকাশ না করলেও পারিবারিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছে।  

জানা যায়, শনিবার (২১ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সত্তরোর্ধ এ শিক্ষাবিদের। ইন্নালিল্লাহহি... রাজিউন।

ঢাকায় আলিয়ায় তাঁর ছাত্র ছিলেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয় তাকে। করোনা ভাইরাস সংক্রমনের কিছু উপসর্গ স্পষ্ট হওয়ায় মহাখালীর রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর আইসিইউতে থাকা অবস্থায় আজ ভোর রাতে তাঁর মৃত্যু হয়। পরে রাজধানীর একটি কবরস্থানে আজই দাফন সম্পন্ন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ