বিচ্ছিন্ন হওয়া হাত জোড়া লাগানো বিরাট সফলতা: স্বাস্থ্যমন্ত্রী

  © টিডিসি ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাস দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতও যে জোড়া লাগতে পারে, তা আমাদের দেশের চিকিৎসকেরা দেখিয়ে দিয়েছেন। এটি গোটা চিকিৎসা ক্ষেত্রেই এক বিরাট সফলতা।’

আজ বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা ফাহিমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত জোড়া লাগানো হয়। এই সফল চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বার্ন ইউনিটের প্রসংশা করে বলেন, এখন বিচ্ছিন্ন হাত-পা জোড়া লাগানোর মতো কাজ দেশেই করা যাচ্ছে। আর এটার জন্য বিদেশ যেতে হয় না। ধীরে ধীরে দেশের অন্যান্য বিভাগে এই সুবিধা তৈরির ব্যবস্থা করা হবে। এখানে প্রশিক্ষণের সুবিধা নিশ্চিত করা যাচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষিকা ফাহিমা যাত্রাপথে দুই বাসের সংঘর্ষে হাত হারান। সেই হাত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা সফলভাবে জোড়া লাগালেন। এখন হাতে রক্ত সঞ্চালন হচ্ছে এবং তিনি ভালো আছেন।

এর আগে মঙ্গলবার সকালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগায়।

এতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। ১০৫ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক ও চার জন স্টাফ ওই সফরে যান। দুর্ঘটনার পর হেলিকপ্টারে করে ফাহিমা বেগমকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এই দিনই প্রায় ছয় ঘণ্টার অপারেশনে বিচ্ছিন্ন হওয়া হাতটি সংযুক্ত করা হয়।


সর্বশেষ সংবাদ