করোনাভাইরাস প্রতিরোধে বুড়িগঙ্গা তীরে অস্থায়ী হাসপাতাল

  © ফাইল ফটো

করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীর অদূরে বুড়িগঙ্গা নদীর তীরে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করেছে পদ্মা সেতু নির্মাণে যুক্ত প্রতিষ্ঠান। করোনাভাইরাস মোকাবিলায় এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পিবিআরএলপি) ও পদ্মা মাল্টিপারপাস সেতু প্রকল্পের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপও নিয়েছে চায়না রেলওয়ে গ্রুপ কোম্পানি।

আজ বুধবার (৪ মার্চ) কেরানীগঞ্জের জাজিরা এলাকায় প্রতিষ্ঠানটির প্রকল্প অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। এসময় সিআরইসির পিবিআরএলপি’র প্রকল্প পরিচালক ওয়াং কুন এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রদুর্ভাবের পর দুটি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কার্যকরী ও যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রথমত, পদ্মা সেতুতে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা যেনো করোনাভাইরাসে আক্রান্ত না হয় তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, এই প্রকল্পের অগ্রগতি চালিয়ে নেয়া। চীনের হুবেই প্রদেশের যারা ছুটিতে গিয়েছিলেন তাদের ছুটি এখনো বলবৎ আছে।

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিশ্চিতে কর্মকর্তাদের শারীরিক অবস্থার প্রতিদিনের রিপোর্টিং সিস্টেম খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ থার্মোমিটার ও মেডিকেল মাস্ক কেনা হয়েছে। প্রতিদিন অফিসগুলো দুইবার পরিষ্কার করা হয়। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে বুড়িগঙ্গা নদীর কাছে একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামান, বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর লিউ ঝেনহুয়া, বাংলাদেশ রেলওয়ের পিবিআরএলপির প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ