ঢাকা দক্ষিণে ভোট দিয়েছেন পটুয়াখালীর মেয়র!

কর্মী সমর্থকদের সাথে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ
কর্মী সমর্থকদের সাথে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ  © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের ভোট দেয়ার খবরে জনমনে সৃষ্টি হয়েছে কৌতূহল। আজ শনিবার বার্তাসংস্থা ভয়েস অব আমেরিকাকে ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। এসময় তার গলায় দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছবি সম্বলিত কার্ড ঝুলছিলো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। এটা গুজব। বিএনপি এটা ছড়িয়ে দিয়েছে। কয় মিনিট লাগলো ভোট দিতে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমাদের ১ মিনিট থেকে সোয়া মিনিটের মধ্যে ভোট দেয়া কমপ্লিট হয়।

এমন বক্তব্যের বিষয়ে জানতে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে আমি পটুয়াখালীর মেয়র, আমি এখানে ভোট দেই কীভাবে? আমি জাস্ট দেখতে এসেছি। ডিএমপি কমিশনারের নির্দেশনার কথা উল্লেখ করলে মেয়র জানান, তাদের উপস্থিতি কেন্দ্রের পাশে ছিলো না। কেন্দ্র থেকে মিনিমাম ১০০ গজ দূরে তারা অবস্থান করেছিলেন।


সর্বশেষ সংবাদ