চীন থেকে ৩৪১ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

  © ফাইল ফটো

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যেই আজ চীন থেকে দেশে ফিরছেন ৩৪১ জন বাংলাদেশি। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে। 

ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২ টার দিকে অবতরণ করবে।ফেরত আসাদের মধ্যে রয়েছে ১২টি পরিবার ও ১৪ জন শিশু রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চীন থেকে ৩৪১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের আশকোনার হজ ক্যাম্প ও উত্তরায় হাসপাতালে রাখা হবে। পরে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৪২জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৩ জনে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যাও নয় হাজারে ছাড়িয়ে গেছে।

পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় বৃহস্পতিবার রাতে ভাইরাসটি মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডের এক সংবাদ সম্মেলনে জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এই ঘোষণা দেন।

চীনের হুবেই প্রদেশ কর্তৃপক্ষ বলছে, গতকাল বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। শুধু উহানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।


সর্বশেষ সংবাদ