রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৪২ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৮ PM
বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ওঠানামা করছে। শীতের এই প্রকোপ আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পেয়েছে রাজধানীবাসী। দিনে সূর্যের আলো থাকলেও নিম্ন তাপমাত্রায় তা বোধ হয়নি। ভোর থেকে দিনের বেশিরভাগ সময়ই শীত অনুভূত হয়েছে বেশ। দেশের উত্তরাঞ্চলের পর এদিন ঢাকার মানুষ শীতে কাবু।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার চলতি মৌসুমে ঢাকায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের মধ্যে এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।
গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন ৬-১৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮-২৫ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিন ময়মনসিংহে ১১, চট্টগ্রামে ১৩, সিলেটে ১২.৩, রাজশাহীতে ১০.১, রংপুরে ৯.৫, খুলনায় ১১.৮ এবং বরিশালে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও যশোর অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।