বিসিক হেমন্ত মেলা শুরু ২৯ ডিসেম্বর

  © টিডিসি ফটো

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোগে ৫ দিনব্যাপী ‘হেমন্তমেলা ১৪২৬ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী রবিবার (২৯ ডিসেম্বর) বিসিক ভবনের নীচতলায় শুরু হবে।

আগামী রবিবার দুপুর সাড়ে ১১ টায় বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান প্রধান অতিথির হিসেবে মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মাহবুবুর রহমান।

মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর ৫০টি স্টল স্থান পাবে। তাছাড়া প্রদর্শনীতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য সামগ্রী প্রদর্শিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


সর্বশেষ সংবাদ