তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ AM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ AM
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় সেখানে সর্বনিম্ন ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো। তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করেছে।
কুয়াশা ও বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। বিশেষত স্বল্প আয়ের মানুষ পড়েছেন চরম ভোগন্তিতে। ঠান্ডাজনিত রোগও বাড়ছে।
পঞ্চগড়ে সকাল ১০টা পর্যন্ত জেলা সদরসহ আশপাশ এলাকা ঘনকুয়াশায় ঢেকে ছিল। তবে ১০টার পর সূর্যের দেখা মেলে। বাতাস থাকায় শীতের তীব্রতা কমেনি।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকালে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। উত্তরের হিমেল হাওয়ার কারণে তেঁতুলিয়ার তাপমাত্রা কমছে।’
এর আগে গতকাল বুধবারও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।