দাম বাড়ায় রাতে পেঁয়াজ ক্ষেত পাহারা

নতুন পেঁয়াজের গাছ
নতুন পেঁয়াজের গাছ  © সংগৃহীত

সারাদেশে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। শুক্রবার দেশের বিভিন্ন যায়গায় ২৮০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির সংবাদও পাওয়া গেছে। পেঁয়াজের এমন লাগামহীন মূল্য বৃদ্ধিতে পেঁয়াজ ‍চুরির আশঙ্কা থেকে রাতে নতুন পেঁয়াজের গাছ পাহাড়া দিতে শুরু করেছেন অনেকেই।

জানাগেছে যশোরের লক্ষীপুরে নতুন পেঁয়াজ বাজারে আসার পরও দাম কমেনি। বরং কেজিতে উল্টো ৭০-৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।

যশোর জেলার চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের কৃষক আরিফ হোসেন বাজারে এসেছেন নতুন পেঁয়াজ বিক্রি করতে। তিনি বলেন, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আগাম জাতের কাট পেঁয়াজ লাগিয়ে ছিলাম। যার বয়স ৮০/৯০ দিন। ফলন বিঘাপ্রতি ৪০/৪৫ মণ বর্তমান বাজারে ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। পূর্ণ বয়স না হলেও বেশী দামে বিক্রি করতেই পেঁয়াজ তুলেছি।

তিনি বলেন, দাম বেশী হওয়ায় রাতে পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে হচ্ছে। তাছাড়া এ পেঁয়াজ তুলে ঐ জমিতেই আবার গোল আলু লাগাবো।

উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর ভারত পুরোপুরি পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে সেদিন থেকেই বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। পহেলা অক্টোবরে প্রথমবারের মতো পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়। অক্টোবর শেষ হতে হতে তা পৌঁছায় দেড়শ টাকায়। সেই পেঁয়াজ আজ শুক্রবার ২৫০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।


সর্বশেষ সংবাদ