মোদীকে খুশি করতেই এমন পক্ষপাতমূলক রায়: আল্লামা শফী

হেফাজ‌তে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, বাবরি মসজিদ মামলায় ভারতের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে মুসলিম বিশ্ব। মূলত মোদীকে খুশি করতেই এমন পক্ষপাতমূলক রায় দিয়েছেন আদালত। রোববার গণমাধ্যম্যে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

‌আল্লামা শফী ব‌লেন, মোঘল সম্রাট বাবরের আমলে তার সেনাপতি মীর বাকি  ১৫২৮ সা‌লে মসজিদটি স্থাপন করেন। কিন্তু ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সেখানে কল্পিত রাম মন্দির থাকার অজুহাতে মসজিদটি ধ্বংস করে উগ্রবাদী হিন্দুরা। একইসঙ্গে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে শত শত মুসলিমকে শহীদ করে।

তিনি ব‌লেন, ভারতে মুসলিমরা যখন সেখানে চরমভাবে নির্যাতিত হচ্ছে তখন বিতর্কিত এ মামলা নিয়ে নতুন করে বিতর্কিত রায় দেয়া হলো। সেখানে মুসলিমদের পিটিয়ে হত্যা, জয় শ্রীরাম বলানো এবং বাড়িতে আগুন দেয়া হচ্ছে। আমি মনে করি এ রায়ের মাধ্যমে হিন্দুদের খুশি করার করা হয়েছে। এরফলে তাদের উগ্রতা আরও বাড়বে।


সর্বশেষ সংবাদ