ভোলায় প্রতিবাদ সমাবেশে পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ৩

  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী (স.) ও ফাতেমা (রা.)-এর কটূক্তির প্রতিবাদ ভোলায় সমাবেশে পুলিশ ও আমজনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক।

জানা গেছে, নির্দিষ্ট সময়ের আগে সমাবেশ শেষ করার বিষয় নিয়ে সমাবেশের পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষ বেধেঁ যায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে স্থানীয় বোরহান উদ্দিন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, স্থানীয় সনাতন ধর্মালম্বী এক ব্যক্তি মহানবী (স.) ও ফাতেমা (রা.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। এর প্রতিবাদে পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ বেলা ১১টায় দিকে ওই সমাবেশের কথা ছিল।

অভিযোগ রয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ সমাবেশ স্থলে আসতে থাকলে পুলিশ নির্দিষ্ট সময়ের আগেই সমাবেশ শেষ করতে বলেন। এসময় সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষ বেধে যায়।


সর্বশেষ সংবাদ