বগুড়া জেলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লিটারারি সোসাইটি বগুড়ার উদ্যোগে ‘প্রথম বগুড়া জেলা সাহিত্য সম্মেলন- ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় টি এম এস এস মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান ড আ ম ম আরিফ বিল্লাহ।

সম্মেলনের উদ্বোধন করেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আফজাল হোসেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও মুজিবর রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বেল্লাল হোসেন।

অনুষ্ঠানে এছাড়া আরও উপস্থিত ছিলেন টি এম এস এসের ডি ই ডি ২ ড মতিউর রহমান, সোসাইটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ কে বি এম মুসা, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সোসাইটির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক নুরুল আমিন।

এছড়াও অনুষ্ঠানে শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ছাত্র-শিক্ষক ও সাংবাদিক সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বগুড়ার ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ ও প্রচারের জন্য লিটারারি সোসাইটি আলোক বর্তিকা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠান

সভাপতির ভাষণে ড. বিল্লাহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বগুড়ার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চার ক্ষেত্রে লিটারারি সোসাইটি যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছে সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ