এখন থেকে ফেসবুক পোস্ট শেয়ার হবে হোয়াটসঅ্যাপে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ০৮:৫৯ PM , আপডেট: ১৫ আগস্ট ২০১৯, ০৮:৫৯ PM
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম সব একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এমন ঘোষণা মার্ক জুকারবার্গ গত বছরই দিয়েছিলেন। এবার তা বাস্তবায়ন হতে চলেছে।
হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এ দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাছাকাছি আনার জন্য তারা একটি নতুন ফিচার উদ্ভাবন করছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফেসবুক। ফলে এখন থেকে একটি ক্লিক বা স্ক্রিন ট্যাপ করলেই কোনো ফেসবুক পোস্ট সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়া যাবে।
হোয়াটসঅ্যাপের বন্ধুদের যাতে আপনি সহজেই ফেসবুক পোস্ট শেয়ার করতে পারেন সেই কারণেই এ নতুন ফিচার উদ্ভাবন করে ফেসবুক। ফেসবুকের কোনো পোস্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হলে ফেসবুক পেজের ‘পাবলিক’ প্রাইভেসি সেটিং অন করতে হবে।