শ্রীলংকা সফর

বোর্ড একাদশের ২৮৩ রানের টার্গেটে ব্যাট করবে বাংলাদেশ

  © সংগৃহীত

আসন্ন শ্রীলংকা সিরিজে মাঠে নামার আগে আজ কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে স্বাগতিক বোর্ড একাদশ আট উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তোলে ২৮২ রান।

প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সবাইকে পরখ করে দেখতে মাঠে নামায় টিম ম্যানেজমেন্ট। ম্যাচে হাত ঘোরান মোট নয়জন টাইগার বোলার। এর মধ্যে সৌম্য ও রুবেল দুটি করে এবং তাসকিন, মোস্তাফিজ ও ফরহাদ রেজা একটি করে উইকেট লাভ করেন।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শানাকার ৮৬ ও জয়সুরিয়ার ৫৬ রানের সুবাদে ঘুরে দাঁড়ায় তারা। লংকান দলে দেখা গেছে তরুণ ক্রিকেটারদের আধিক্য। তবে টাইগার ভক্ত-সমর্থকদের প্রত্যাশা শ্রীলংকার বোর্ড একাদশের এই রান চেজ করে ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিবে বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ