ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র নিরবকে বাঁচান

  © ফাইল ফটো

গত ১৫ জুলাই (সোমবার) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সলপ ষ্টেশনের উন্মুক্ত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের বর-কনেসহ ১১ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন চারজন। তাদের একজন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মো. সাইফুল তালুকদার নিরব।

দূর্ঘটনার পর নিরবকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে এখন পর্যন্ত হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছে সে।

কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হতে বসেছে নিরবের। নিরবকে বাঁচাতে যে পরিমাণ টাকার প্রয়োজন, তা যোগাড় করতে মহাবিপদে আছে তার পরিবার। সোমবার রাত থেকেই নিরবের সঙ্গে আছেন তার নানা মো. আব্দুস ছালাম। নিরবের শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে বলে জানিয়েছেন তিনি।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন পর্যন্ত সাড়ে চার লাখ টাকার ওপর বিল এসেছে। ওর মাথার খুলি খুলে ফেলা হয়েছে। দুই থেকে তিন মাস পর আবার তা লাগাতে হবে। তখন আবার দুই লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ টাকার জন্য চাপ দিচ্ছে। এখন পর্যন্ত পুরো টাকা পরিশোধ করতে পারছেন না। টাকা সংগ্রহও করতে পারছেন না। হাসপাতাল কর্তৃপক্ষও টাকা না দিতে পারলে নিরবকে আর রাখবে না বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, অনেক কষ্ট করে এক লাখ টাকা যোগাড় হয়েছে। কিন্তু বাকি টাকা কীভাবে যোগার হবে বুঝতে পারছিনা। আমরা অনেক গরীব। কেউ সাহায্য না করলে বিল কী করে দিব?

এমন অবস্থায় সমাজের উচ্চবিত্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন নিরবের নানা।। সাহায্য করতে চাইলে নিরবের নানা আব্দুস ছালামের (০১৭১৪-৫৬৬৫৪০) সঙ্গে যোগাযোগ করতে পারেন।


সর্বশেষ সংবাদ