ব্লাড ক্যান্সারে আক্রান্ত নবম শ্রেণীর ছাত্রী নুসরাত বাঁচতে চায়

  © সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার নবম শ্রেণীর শিশু ছাত্রী নুসরাত দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিনদিন তার শারীরিক অবস্থার অবনতি হলেও শেষ ইচ্ছে সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

নুসরাত সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আব্দুল হাইয়ের মেয়ে। তার মায়ের নাম রহিমা আক্তার রুবি। নুসরাত স্থানীয় ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুসরাতের বাবা একজন মুদি দোকানের কর্মচারী। তাদের পুরো পরিবার পিতা আব্দুল হাইয়ের উপর নির্ভরশীল।

নুসরাতের বাবা আব্দুল হাই জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ নুসরাত ব্লাড ক্যান্সারে ভুগছেন। দিনদিন তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে।

তিনি জানান, এ বছরের শুরুতে নুসরাতকে প্রথমে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিল। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নুসরাতে বাবা অভিযোগ করে বলেন, ঢাকা মেডিকেলের ডাক্তাররা আমার মেয়েকে ঠিক মত দেখতেছেন না। বড় স্যারের কাছে গেলে ছোট স্যার রাগ করেন। এতদিন চিকিৎসকরা কথা বলতেন, আজ কয়েকদিন হয় ঠিক মতো কথাও বলে না।

নিন্ম-মধ্যবিত্ত পরিবারের পক্ষে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেয়ে নুসরাতের চিকিৎসার দীর্ঘ এ ব্যয়ভার বহন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য সমাজের উচ্চবিত্ত কিংবা দানশীল ব্যক্তিবর্গের নিকট নুসরাতের পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।

নুসরাতকে সহযোগিতার জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করতে বলা হয়েছে।
বিকাশ: 01812619687 (নুসরাতের মা)
রকেট: 01830147317  (নুসরাতের বাবা)


সর্বশেষ সংবাদ