খালি চোখেই দেখা যাবে কোরবানির চাঁদ, ঈদ ১২ আগস্ট

  © সংগৃহীত

দেশে এবারে ঈদ-উল-ফিতরের চাঁদ দেখা নিয়ে মোটামুটি এক ধরনের সঙ্কট দেখা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের দুইবারের ঘোষণার মধ্যদিয়ে পরের দিন দেশে ঈদ উদযাপিত হয়। তবে এবারে আসন্ন ঈদ-উল-আযহার চাঁদ দেখা নিয়ে কোন সংশয় থাকবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার।

মধ্যপ্রাচ্যে আরবী মাস জিলহজের নতুন চাঁদ দেখা যেতে পারে আগামী ১ আগস্ট। সে অনুযায়ী মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। সেক্ষেত্রে পরদিন ১২ আগস্ট বাংলাদেশে ঈদ হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির পরিচালক ইঞ্জিনিয়ার মো. শওকত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে বলেন, এ বছর জিলহজ্জ মাসের চাঁদ দেখায় কোনো সমস্যা হবে না। আরব দেশগুলো থেকে খালি চোখেই এ চাঁদ দেখা যাবে।

অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জিলহজ মাসের চাঁদ ১ আগস্ট দেখা যাবে বলেও জানান ইঞ্জিনিয়ার মো. শওকত।

এদিকে ঈদ-উল-ফিতরের চাঁদ দেখা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিতর্কিত ভুমিকায় সমালোচনার মুুখে পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। তবে এসব উপেক্ষা করে গত সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, ৫০ লাখ টাকা ব্যায়ে চাঁদ দেখতে উন্নত প্রযুক্তির টেলিস্কোপ থিওডোলাইট জাতীয় যন্ত্র কেনা হবে।

এছাড়া খালি চোখে চাঁদ দেখার বিষয়ে একই মত দিয়েছেন আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের (এইউএএস) সদস্য ইব্রাহিম আল জারওয়ান। তিনি জানান, আশা করা হচ্ছে, আগামী ১ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। যার মাধ্যমে এবারের হজ্জ মৌসুম শুরু হবে।


সর্বশেষ সংবাদ