ধান কাটতে মাঠে নেমেছে পুলিশ
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ২৮ মে ২০১৯, ০৭:২১ PM , আপডেট: ২৮ মে ২০১৯, ০৮:১৪ PM
সম্প্রতি দেশজুড়ে ধানের ন্যায্য মূল্য নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। কৃষক তার পাকা ধান ঘরে তুলতে না পেরে ধানে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ধানক্ষেতে আগুন দেয়া সেই ছবি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসেন সকল স্তরের মানুষ।
জেলা প্রশাসক থেকে শুরু করে ছাত্র-শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ প্রায় সকল স্তরের মানুষ অসহায় কৃষকদের ধানক্ষেতে গিয়ে ধান কেটে দিয়েছেন। সেই ধারাবাহিকতা এখনো চলছে।
কৃষকের ক্ষেতের ধান কাটতে এবার মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। কৃষকের অসহায়ত্ব ছুঁয়ে গেছে তাদের হৃদয়ও। তাই কৃষকদের মুখে হাসি ফোঁটাতে ধান কাটছেন পুলিশ। নরসিংদী জেলা পুলিশের কিছু সদস্য কৃষকদের মাঠে গিয়ে তাদের জমির ধান কেটে দিচ্ছেন। পুলিশ সদস্যদের ধান কাটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসেন এই পুলিশ সদস্যরা।