গুগলের ডুডলে শিশু দিবস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ১২:১৯ PM , আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১২:১৯ PM
বাংলাদেশের সার্ভার থেকে আজকে যারা গুগলের হোম পেজে যাচ্ছেন, তাঁরা রঙিন একটি ডুডল দেখতে পাবেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘চিলড্রেনস ডে ২০১৯’ নামে এই ডুডল প্রদর্শন করছে সার্চ জায়ান্ট গুগল। বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। ওই ডুডলে গুগল লেখাটিতে শিশুদের নানা রঙিন অ্যানিমশেন হিসেবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ফুল, চারা, পোকার ব্যাকগ্রাউন্ডে শিশুরা খেলছে, পড়ছে, আনন্দে মেতে আছে- এমন বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলার প্রয়াস ছিল ঐ ডুডলে।
গুগলের এই প্রদর্শনী শুধু বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে বলে জানা গেছে। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে আলাদা আলাদা এ ধরনের ডুডল প্রকাশ করে থাকে গুগল। ৮ মার্চ নারী দিবসেও বিশেষ ডুডল প্রকাশ করেছিল।
দেশে নানা আয়োজনে আজ পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’। এ উপলক্ষে সরকার, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রন্থমেলা ইত্যাদি। সারা দেশেই এসব কর্মসূচি উদযাপিত হবে।
দিবসটি সম্পর্কে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। দেশ ও জনগণের কল্যাণ ও অধিকার আদায়ে জীবনভর সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালোবাসতেন। তিনি জানতেন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে শেখ হাসিনা শিশুর প্রতি সহিংস আচরণ এবং সব ধরনের নির্যাতন বন্ধ করা এবং শিশুদের কল্যাণে বর্তমানকে উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেছেন সরকার প্রধান।