এই দৃশ্য দেখতে হবে, কল্পনাও করিনি : তাহসিন বাহার

তাহসিন বাহার সূচনা
তাহসিন বাহার সূচনা  © সংগৃহীত

মসজিদে পছন্দের ইমামকে না রাখায় জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ করেছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লার অনুসারীরা। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক ভাইরাল হয়।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে ন্যক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা।

শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি লেখেন, ‘এখানে যে পতাকাটা উত্তোলন করা হয়, তার লাল অংশটাতে শহিদদের রক্ত লেগে আছে এখনো! বাংলাদেশটাকে অনেক ভালোবাসি আমরা, এই পতাকার সম্মান অনেক ঊর্ধ্বে! এই দৃশ্য দেখতে হবে, তা কল্পনাও করিনি কোনো দিন! বাংলাদেশের পতাকার প্রতি তাদের এত বিদ্বেষ কেন?’

‘আজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা টাঙিয়ে দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর ও তাদের সহযোগী দোসররা। শুক্রবার জুমার নামাজের পর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায় দেশদ্রোহী জঙ্গিরা।’

দেশটা অপ্রকৃতিস্থদের হয়ে উঠছে মন্তব্য করে সাবেক এই মেয়র বলেন, ‘বিশ্বের কোথাও কোনো সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষ তার নিজ দেশের পতাকার অবমাননা করে না। পাকিস্তান যে আমাদের শত্রু দেশ, আমরাও তো পাকিস্তানের পতাকাকে অসম্মান করি না। আমার প্রাণপ্রিয় বাংলাদেশ নামের দেশটি বিগত ৭ মাসে অসুস্থ, দেশদ্রোহী, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, জঙ্গি ও অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে।’

‘এমন জঘন্য অপরাধ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর ও মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের তৎপরতা বিস্তৃত করতে সারা দেশে চালাচ্ছে নারকীয় তাণ্ডব। জঙ্গিরা দখলদার সরকারের মদদে খুন, ধর্ষণ, হত্যা, ডাকাতি, মব সৃষ্টি, লুটপাটসহ সব অপকর্ম তাদের বৈধতার সীমায় আবদ্ধ করছে।’

প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যারা এই দেশের স্বাধীনতাকে মানে না, জাতীয় পতাকাকে মানে না, দেশের সার্বভৌমত্বে আস্থা রাখে না, আমাদের পতাকাকে ব্যর্থ করতে মরিয়া হয়ে উঠেছে, সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশকে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে দেশের সচেতন দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’


সর্বশেষ সংবাদ