যে দুই নির্বাচনী আসন থেকে লড়তে পারেন নাহিদ

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম  © সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকার দুইটি গুরুত্বপূর্ণ আসন থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

আসন দুটি হলো—খিলগাঁও-সবুজবাগ ও মুগদা থানাধীন এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ এবং রামপুরা-বাড্ডা ও ভাটারা থানা নিয়ে গঠিত ঢাকা-১১।

এনসিপি সূত্রে জানা যায়, প্রকাশ্যে দলটিতে নির্বাচন আলাপ না থাকলেও নেতাকর্মীরা নিজ নিজ সংসদীয় আসনে দৌড়ঝাঁপ করছেন। অনেকেই নীতিনির্ধারক পর্যায় থেকে পেয়েছেন সবুজ সংকেত। নেতাদের অনেকেই নিজ এলাকায় ছুটে যাচ্ছেন, জনসাধারণ এবং নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। যারা যেতে পারছেন না রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও যোগাযোগ রাখছেন তৃণমূলে। বিশেষ করে জনগণের মধ্যে ইফতার ও রোজার উপহার বিতরণ, বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার মধ্য দিয়ে নিজেদের নির্বাচনের প্রস্তুতির আগাম বার্তা পোঁছে দিচ্ছেন। বিভিন্ন আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট প্রার্থীদেরও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সূত্র থেকে আরও জানা গেছে, নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি আপাতত মাথায় না রেখে ৩০০ আসনের জন্য সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। শীর্ষ পর্যায়ের নেতাদের সম্ভাব্য আসন এরই মধ্যে আলোচনায় এসেছে। তাদের কেউ কেউ ঢাকায় কিংবা দুটি আসন থেকে নির্বাচন করারও প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের আগে নির্বাচনী জোট হওয়ার বিষয়টি উড়িয়ে না দিলেও এককভাবে নিজেদের শক্ত অবস্থান দেখাতে চায় দলটি। ঈদের পর জেলা এবং বিভাগীয় সমাবেশের মাধ্যমে সাংগঠনিক ও নির্বাচনী মাঠ পোক্ত করা শুরু করবে দলটি। সে সময় সম্ভাব্য প্রার্থীদেরও পরিচয় করিয়ে দিতে পারে দলটি।


সর্বশেষ সংবাদ