রাজনীতিবিদদের উদ্দেশে শিবির সভাপতির বার্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৫, ০১:৫৯ PM

রাজনৈতিক হরেক রকম বাণিজ্য আর নিজস্ব বলয় তৈরির মানসিকতা অধিকাংশের চরিত্রেই দৃশ্যমান এবং সেবার পরিবর্তে শোষক হয়ে ওঠার অসম প্রতিযোগিতা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা ও কর্মের সঙ্গে বর্তমান রাজনীতিবিদদের কোথাও মিলে গেলে সেই রাজনীতি বেশি দূর যাবে না বলেও মন্তব্য করেছেন শিবির সভাপতি।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এসব কথা বলেন জাহিদুল ইসলাম।
স্ট্যাটাসে তিনি ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি, জাতীয় নেতৃত্বের ভূমিকা ও ভবিষ্যৎ রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে মন্তব্য করেছেন। যা হুবহু তুলে ধরা হলো-
পোস্টে তিনি লেখেন, ‘৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হওয়ার কথা ছিল। এ ক্ষেত্রে জাতীয় নেতৃত্বের মাঝে সবচেয়ে বেশি প্র্যাকটিস হওয়ার কথা ছিল পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও উদারতার। কিন্তু বাস্তবতা অনেকটাই বিপরীতমুখী।’
‘রাজনৈতিক হরেক রকম বাণিজ্য আর নিজস্ব বলয় তৈরির মানসিকতা অধিকাংশের চরিত্রেই দৃশ্যমান। সেবার পরিবর্তে শোষক হয়ে ওঠার অসম প্রতিযোগিতা। হামলা, হত্যা, ছিনতাই, বিশৃঙ্খলা নিয়মিত ঘটনা। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে হাল ফ্যাসিস্ট সরকার করে গিয়েছে, তা পঙ্গুত্ব অবস্থায় কাতরাচ্ছে।’
‘আমলাতন্ত্রের বেড়াজালে অসহায় সব পলিসি ও সিস্টেম’
‘ওপরে যা বললাম, হতাশ না হয়ে উপায় নেই। কিন্তু আশাবাদী হওয়াই বিশ্বাসীদের বৈশিষ্ট্য। সবচেয়ে বড় আশার দিক হলো, জুলাই অভ্যুত্থানের স্পিরিট লালনকারী একটা বিপ্লবী প্রজন্ম তৈরি হয়েছে। অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো।’
‘তারা সব দেখে। অবজার্ভ করে। মাঝেমধ্যে কিছু বলে। কিন্তু অধিকাংশ সময় চুপ থাকে। তারা আপেক্ষিক প্রতিক্রিয়ায় অভ্যস্ত। সময়ের প্রয়োজনে তারা সবই করতে পারে।’
‘গত পনেরো বছর এই প্রজন্ম অনেক কিছুই দেখেছে। দুনিয়ার অন্যতম ফ্যাসিস্ট হাসিনাকে সুযোগ দিয়েছে। ধৈর্যের সাথে সব সহ্য করেছে। জাস্ট মোমেনটামের অপেক্ষায় ছিল। এরপর যা হওয়ার তা-ই হয়েছে। লাল কার্ড।’
‘আগামী দিনের রাজনীতিবিদদের প্রতি প্রজন্মের আহ্বান হচ্ছে, হাসিনা যা করেছে, তার ন্যূনতম যদি আপনাদের সঙ্গে মিলে যায়। হোক সেটা চিন্তায় কিংবা কর্মে। তাহলে হলফ করে বলতে পারি, বেশি দূর যাওয়া সম্ভব না। সাময়িক রাজনৈতিক ফায়দা হাসিল করবেন, নাকি দেশকে ভালোবেসে, জুলাই স্পিরিট ধারণ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবেন, সেটা একান্তই আপনাদের এখতিয়ার। এটা নিশ্চিত করে বলতে পারি, প্রজন্ম ২৪-এর পালস না বুঝে রাজনীতি করলে আগামী দিনে খুব মুশকিল হয়ে যাবে।’
‘মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।’